Marquee Tag
Milestone School, Khilkhet
English & Region class test will be on 5-3-24

       আমার বিদ্যালয় বুলেটিন

মাইলস্টোন কলেজ

 

প্রতিষ্ঠাঃমাইলস্টোন কলেজ ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়।মাইলস্টোন কলেজ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের উত্তরায় অবস্থিত একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান।এই প্রতিষ্ঠানটি একটি কলেজিয়েট স্কুল।[১][২] এতে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ার সুযোগ রয়েছে।

প্রতিষ্ঠাতাঃ কর্নেল নুরন্ নবী (অব.)


 শিক্ষার মাধ্যমঃ  বাংলা ইংরেজি ভার্সন (ন্যাশনাল কারিকুলাম)

ছাত্র-ছাত্রীর সংখ্যাঃ (ক) স্কুল শাখা – ১০,০০০ জন , (খ) কলেজ শাখা – ৭,০০০ জন

শিক্ষা কার্যক্রমে সাফল্য: জাতীয় শিক্ষা সপ্তাহ২০২২ থানা পর্যায়ে (ঢাকা মহানগরী)মাইলস্টোন কলেজ শ্রেষ্ শিক্ষা প্রতিষ্ঠান (কলেজএবং শ্রেষ্ শিক্ষার্থী (কলেজনির্বাচিত হয়। এছাড়াও হাম্দনাত কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান,বাংলা রচনা,বিতর্ক প্রতিযোগিতা (একক),জারিগান (দল ভিত্তিক),উচ্চাঙ্গ সংগীত,রবীন্দ্র সংগীত এবং নৃত্য (উচ্চাঙ্গ)সহ মাইলস্টোন কলেজ মোট ১০টি পুরস্কার অর্জন করে।

*মাইলস্টোন কলেজের শিক্ষার্থী আয়শা জাহান সামিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটেরভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে। আয়শা জাহান সামিয়া ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা শাখা থেকে জিপিএ.০০ পেয়ে কৃতকার্য হয়।

*০৭ অক্টোবর ২০২২ তারিখে Daffodil International Universityকর্তৃক আয়োজিত English Olympiad of Bangladesh-2022- মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন ১ম রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

*৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা (২০২২)উত্তরা থানা পর্যায়ের খেলাধুলা মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাস ডিয়াবাড়ির খেলার মাঠে ১০ সেপ্টেম্বর,২০২২ অনুষ্ঠিত হয়। উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের শিক্ষার্থী (বালক)ফুটবল হ্যান্ডবল খেলায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে,শিক্ষার্থী (বালিকা)ফুটবল,হ্যান্ডবল,কাবাডি দাবা (মধ্যম)খেলায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে এবং দাবা (বড়)খেলায় অংশগ্রহণ করে রানার্সআপ শিরোপা অর্জন করে।

*গত ২৭২৮ জুলাই ২০২২ তারিখে American International University Bangladesh (AIUB)কর্তৃক আয়োজিত Technology Based Business Idea and ICT Quiz Competition- মাইলস্টোন কলেজ,দলগত ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

*গত ৩১ মে ২০২২ খ্রি: Southeast Universityক্যাম্পাসে অনুষ্ঠিত Business Quiz Contest (Reshape 22.0)প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের শিক্ষার্থী দ্বিতীয় স্থান অধিকার করে।

*গত ২৫ ২৬ মার্চ ২০২২ তারিখ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (AIUB)কর্তৃক আয়োজিত আন্ত:কলেজ প্রমীলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপ২০২২ ঢাকা মহানগরীর বাছাইকৃত ৮টি কলেজের সাথে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং তৃতীয় স্থান অধিকার করে।

*বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত ৫০তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় গত ২৮ ফেব্রয়ারি ২০২২ তারিখে উত্তরখান ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা দলগত,দ্বৈত একক মাধ্যমে ২৪টি চ্যাম্পিয়নসহ ৫১টি পুরস্কার অর্জন করে। মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের প্রাপ্ত পুরস্কারগুলোর মধ্যে রয়েছেহকি,টেবিল টেনিস (একক) (দ্বৈত)এবং ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় এবং বাস্কেটবল প্রতিযোগিতায় রানার্সআপ হয়। এছাড়াও দীর্ঘ লাফ,উচ্চ লাফ,গোলক নিক্ষেপ,দৌড় (১০০,২০০,৪০০,৮০০ ১৫০০ মিটার),চাকতি নিক্ষেপ,দড়ি লাফ,রিলে রেস,বর্ষা নিক্ষেপ লাফধাপঝাপ খেলায় ১৭ জন প্রথম,১৪ জন দ্বিতীয় ১১ জন তৃতীয় স্থান অধিকার করে।

বিশ্ব শিশু দিবস শিশু অধিকার সপ্তাহ২০২১ এবং জাতীয় কন্যা শিশু দিবস২০২১ বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের নবম শ্রেণির ছাত্র মো.মাহদী মাহমুদ (বিজ্ঞান,ইংলিশ ভার্সনপ্রথম স্থান অর্জন করে।  

শেখ রাসেল দিবস২০২১ উপলক্ষে জাতীয় বিজ্ঞান প্রযুক্তি যাদুঘরের ডাহুক মিলনায়তনে অক্টোবর,২০২১ তারিখে আয়োজিত অনলাইন ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সূত্রা চাকমা (এসএসসি পরীক্ষার্থী ২০২১,ইংলিশ ভার্সন,বিজ্ঞান বিভাগপ্রথম স্থান অর্জন করে।

মুজিববর্ষ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ঢাকা স্টক এক্সচেঞ্জ লি:,ঢাকা কর্তৃক আয়োজিতবঙ্গবন্ধুই বাংলাদেশ শীর্ষক এক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এই কলেজের ছাত্রী সূত্রা চাকমা (এসএসসি পরীক্ষার্থী ২০২১,ইংলিশ ভার্সন,বিজ্ঞান বিভাগপ্রথম পুরস্কার হিসেবে লক্ষ টাকার একটি চেক অর্জন করে।

জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিতজাতির পিতার প্রতিকৃতিঅঙ্কন প্রতিযোগিতায় অত্র কলেজের সূত্রা চাকমা (এসএসসি পরীক্ষার্থী ২০২১,ইংলিশ ভার্সন,বিজ্ঞান বিভাগ) ‘বিভাগ থেকে প্রথম স্থান অর্জন করে।

*স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকীতে বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক বঙ্গবন্ধুর প্রতিকৃতি অঙ্কন বিষয়ক এক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সূত্রা চাকমা (এসএসসি পরীক্ষার্থী ২০২১,ইংলিশ ভার্সন,বিজ্ঞান বিভাগ) ‘বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে।

মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে ফিলাটেলিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পিএবি)আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মাইলস্টোন কলেজের দশম শ্রেণি ইংরেজি ভার্সনের শিক্ষার্থী সূত্রা চাকমা।বঙ্গবন্ধু এবং বাংলাদেশবিষয়ে ভার্চুয়াল চিত্রাংকন প্রতিযোগিতায় সূত্রা চাকমা বঙ্গবন্ধুর৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ’-এর বিশ্বখ্যাত ছবিটি তার নিপুণ তুলিতে এঁকে ২৪ ডিসেম্বর ২০২০ তারিখে ঢাকার জিপিওতে অবস্থিত ডাক বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করে।  

সূত্রা চাকমা ইউএনডিপি,বাংলাদেশ এবং ডাইভার্সিটি ফর পীচ,বাংলাদেশএর সহযোগিতায় মহানগর,রাঙামাটি তাদের পাহাড়ের রং চিত্রাঙ্কন প্রতিযোগিতা২০২০ প্রকল্পের আওতায় আয়োজিত এক অনলাইন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ২য় রানারআপ অর্জন করে। উল্লেখ্য সূত্রা চাকমা ইয়ুথ কোলাবোরেশনে ক্যাম্প ঢাকা,বাংলাদেশ কর্তৃক আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রীর একক প্রতিকৃতি অংকন প্রতিযোগিতায়ও ১ম স্থান অর্জন করে।

মল্লিকা চৌধুরী (শ্রেণি:দশম,বিভাগ:বিজ্ঞান,সেকশনবি,ইংরেজি ভার্সন)২১ শে অক্টোবর ২০২০ তারিখেইয়ুথ ভার্সনামীয় একটি যুব সংস্থা আয়োজিত অনলাইন নজরুল সংগীত প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার গৌরব অর্জন করে এবং ২৯ শে অক্টোবর ২০২০ তারিখে পবিত্র ঈদমিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী,ঢাকা জেলা কর্তৃক আয়োজিত হামদ্ /নাত প্রতিযোগিতায় বিভাগথেকে যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করে।  

মাইলস্টোন কলেজ ২০০৮ সালে ঢাকা বোর্ড কর্তৃক শ্রেষ্ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত এবং আন্তর্জাতিকমান নির্ধারণী ISO 9001:2015সনদপ্রাপ্ত হয়। 

২০২০ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাসের ভিত্তিতে ঢাকা মহানগরে সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় মাইলস্টোন কলেজের অবস্থান প্রথম (সূত্র: Channel i)

জাতীয় শিক্ষা সপ্তাহ২০১৯,থানা পর্যায়ে (ঢাকা মহানগরী)মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ শ্রেষ্ শিক্ষা প্রতিষ্ঠান (মাধ্যমিক), শ্রেষ্ অধ্যক্ষ (উচ্চমাধ্যমিক)এবং মাধ্যমিক উচ্চমাধ্যমিক উভয় পর্যায়ে অত্র কলেজের জন ছাত্র শ্রেষ্ শিক্ষার্থী নির্বাচিত হয়। 

*৪৯তম জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় (২০১৯২০)উত্তরা অঞ্চলের ৪টি থানার মধ্যে ব্যক্তিগত মেডেল ছাড়াও দলগত ১০টি ইভেন্টের মধ্যে ৯টিতে মাইলস্টোন কলেজ চ্যম্পিয়ন হয়। 

৪৮তম জাতীয় স্কুল,মাদ্রাসা কারিগরী শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় (২০১৯)মাইলস্টোন কলেজের ফুটবল দল (বালক) ফুটবল দল (বালিকা)এবং ভলিবল দল (বালিকা)থানা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 

নটর ডেম কলেজ আয়োজিত 5th National Cultural Jubilation-2019উৎসবে 1st Presentation Event- মাইলস্টোন কলেজের ছাত্র ফাইয়াজ খান রিকি (শ্রেণি:একাদশ,বিভাগ:বিজ্ঞান,সেকশন:এএএ,কোড:১২৩২১ম স্থান অর্জন করে। 

*  গত ফেব্রæয়ারি ২০১৮ তারিখ ঢাকা শিক্ষাবোর্ড কর্তৃক আয়োজিত ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চতুর্থবারের মতো ভলিবল প্রতিযোগিতায় ঢাকা মহানগরী পর্যায়ে মাইলস্টোন কলেজ বালক দল চ্যাম্পিয়ন হয়। এছাড়া উক্ত প্রতিযোগিতায় ২০১৩,২০১৪ ২০১৫ সালে ঢাকা মহানগরী বিভাগীয় উভয় পর্যায়ে মাইলস্টোন কলেজ ভলিবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 

২০২০ সালের মার্চ মাসে অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় উত্তরা অঞ্চলের ৪টি থানার মধ্যে মাইলস্টোন কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 

*  ২০১৯ সালে দৈনিক প্রথম আলো কর্তৃক আয়োজিতপ্রথম আলো স্কুল পুষ্টি বিতর্ক উৎসবেউত্তরা অঞ্চলের স্কুল কলেজের মধ্যে মাইলস্টোন কলেজ রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। 

বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা২০১৯ তে মাইলস্টোন কলেজ ডিবেটিং ক্লাবের বিতার্কিক দল ঢাকা জেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া ২০১৪ সালে বাংলাদেশ টেলিভিশন আয়োজিত English Parliamentary Debate- কলেজের বিতার্কিক দল চ্যাম্পিয়ন হয়।

২০১৯ সালে শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজ জুনিয়র গ্রæ থানা পর্যায়ে প্রথম স্থান এবং ঢাকা জেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে। 

*  বিজয় ফুল উৎসব২০১৯ তে গল্পরচনা প্রতিযোগিতায়গ্রæপে ঢাকা মহানগরী পর্যায়ে মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের (সেক্টর)চতুর্থ শ্রেণির ছাত্রী বুশরা আক্তার ১ম স্থান অধিকার করে।

*গত ১৮ মে ২০১৯ তারিখে ITUনির্ধারিত World Telecommunication and Information Society Day (WTISD)-2019উদ্যাপন উপলক্ষে ঢাকা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত “ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে টেলিকমিউনিকেন্স সার্ভিসের ভূমিকা শীর্ষক রচনা প্রতিযোগিতায়গ্রæ  থেকে মাইলস্টোন কলেজের নবম শ্রেণির ছাত্র শাহাজাহান হোসেন (সেকশন,কোড৩২৪০১ম স্থান  এবংগ্রæ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রী মাইসুম মালিহা (সেকশনকিউ,কোড৪৩৭২য় স্থান অর্জন করে। 

*আড়ঙ ডেইরি (Arong Dairy)কর্তৃক আয়োজিত Art competition-2019তে মাইলস্টোন স্কুল ইংলিশ ভার্সনের ছাত্রী আনহা মাশরিফা অরণী (শ্রেণি:৪র্থ,সেকশন:ভিক্টোরিয়া,ভার্সন:ইংলিশ,সেক্টর১৩)বাংলাদেশের ৬৪ জেলার ১২০০ শিক্ষার্থীর মধ্যে ৩য় স্থান অর্জন করে।

বাংলাদেশ গার্ল গাইডসের আয়োজনে নিউ বেইলি রোডের গাইড হাউস মিলনায়তনে ২২ ফেব্রæয়ারি,২০১৯ তে পালিতবিশ্ব চিন্তা দিবসঅনুষ্ঠানে মাইলস্টোন কলেজ রেঞ্জার ইউনিট দলীয়ভাবে দ্বিতীয় স্থান অর্জন করে।

২০১৯ সালে ভারতের রাজস্থানে অনুষ্ঠিত Desert Safari Camp-2019তে আমাদের বিএনসিসি ক্যাডেট সায়ান আজাদ অংশগ্রহণ করে এবং ২০২০ সালে ভারতের দিল্লিতে অনুষ্ঠিত প্রজাতন্ত্র দিবস কুচকাওয়াজে রাষ্ট্রীয় অতিথি হিসেবে অংশগ্রহণ করে বিএনসিসি ক্যাডেট মেহনাজ হাবিব রংধনু

গত ২১ থেকে ২৪ অক্টোবর ২০১৮ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত অনুষ্ঠিত জাতীয় মডেল জাতিসংঘে (ডিইউএনএনইউএন২০১৮)মাইলস্টোন কলেজ থেকে ১৫ জন ছাত্র অংশগ্রহণ করে। তাদের মধ্যে থেকে জন ছাত্র স্পেশাল মেনশান পুরস্কার অর্জন করে। এটি জাতিসংঘ আয়োজিত একটি প্রণোদনামূলক সভা যেখানে ছাত্রছাত্রীরা অতিসাম্প্রতিক বৈশ্বিক বিষয়বস্তু নিয়ে বিতর্কে অংশগ্রহণ করে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল পরিবেশ বিভাগ আয়োজিত ১৪ অক্টোবর ২০১৮ তারিখে অনুষ্ঠিত জাতীয় পরিবেশ অলিম্পিয়াডে অত্র কলেজের ছাত্র মো.মঞ্জুরুল হুদা ৩য় স্থান অর্জন করে।

* Rajuk National Business Fest-2017তে মাইলস্টোন কলেজ Business Idea Competitionবিভাগে ১ম পুরস্কারসহ সর্বমোট  টি পুরস্কার অর্জন করে।

২০১৬ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় শিশুকিশোর কুচকাওয়াজে সারাদেশ থেকে বাছাইকৃত ৫২ টি দলের মধ্যে মাইলস্টোন কলেজ দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

চীনে অনুষ্ঠিত Chinese Bridge Competition-2012 বিদেশি ভাষাভাষিদের মধ্যে মাইলস্টোন কলেজের শিক্ষার্থী শায়ের শাবাব উৎস প্রথম স্থান অর্জন করে দেশের জন্য অসামান্য গৌরব বয়ে আনে।

জাপানে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন এবং জাপানসার্ক শিক্ষক শিক্ষার্থীদের করণীয়২০১০শীর্ষক  আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ থেকে নির্বাচিত একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মাইলস্টোন কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ ১০ জনের প্রতিনিধিদল সেখানে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে এবং সার্কভুক্ত বিভিন্ন দেশের প্রতিনিধিদের মধ্যে বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রাখে।










 

Milestone School And College

Cass Test

February 22, 2024
Class test Routine Bangla03-03-2024English03-03-2024 Math04-03-2024Read More

Hello world!

February 21, 2024
Welcome to WordPress. This is your first post. Edit or…Read More